Dr. Neem on Daraz
Victory Day

মধ্যরাতে রায় দেয়া দিল্লির সেই বিচারপতিকে বদলি


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ১১:৩৬ এএম
মধ্যরাতে রায় দেয়া দিল্লির সেই বিচারপতিকে বদলি

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে ভয়াবহ সহিংসতা নিয়ে মঙ্গলবার মধ্যরাতে রায় দেয়া হাইকোর্টের বিচারপতি এস মুরলিধরকে বদলি করা হয়েছে। এদিন রায়ে তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং দিল্লি পুলিশের সমালোচনা করেছিলেন। এর একদিন পরই তাকে বদলি করা হলো।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার এস মুরলিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে সংখ্যালঘু মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের হামলায় এখনও পর্য‌ন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দুই শতাধিক।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে